শর্তাবলী

  • ভাড়া গ্রহণের সময় পাসপোর্ট সাইজের ছবি এক কপি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বাড়ির মালিকের নিকট জমা দিতে হইবে।
  • প্রতিমাসের ধার্য্যকৃত ভাড়ার টাকা পরবর্তী মাসের ১-৬ তারিখের ভিতর বাড়ি/ফ্লাট মালিক পক্ষকে পরিশোধ করিতে হইবে।
  • বাসার বিদ্যুৎ/গ্যাস/পানির বিল ভাড়াটিয়া নিজ দায়িত্বে পরিশোধ করিবেন। 
  • বাসার পারিপার্শ্বিকতা পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াটিয়ার নিজ দায়িত্বে করিতে হইবে।
  • নির্দিষ্ট স্থান ব্যতীত বাসার আশেপাশে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না।
  • বাসা গ্রহীতা নিজ প্রয়োজনে বাসা ছাড়িয়া দিতে চাইলে ১ মাস পূর্বে বাড়ির মালিককে অবহিত করিতে হইবে। ভাড়া নেওয়ার ৩ মাসের মধ্যে বাসা ছাড়া যাইবে না। বাড়ির মালিক পক্ষের নিজ প্রয়োজনে যেকোনো সময় এক মাসের নোটিশে ভাড়া গ্রহীতা বাসা ছাড়িয়া দিতে বাধ্য থাকিবেন। বাড়াটিয়া বাসা ছাড়িয়া দেওয়ার পূর্বে বকেয়া গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল বাড়ির মালিকের নিকট পরিশোধ করিতে হইবে।
  • ঠিকমতো বাসার সকল কিছু বুঝিয়ে নেওয়ার পর কোনো কিছু নষ্ট করিলে বাড়াটিয়াকে নিজ দায়িত্বে মেরামত করিয়ে নিতে হইবে।
  • বাসা ছাড়িয়া দেওয়ার সময় বাড়াটিয়ার দায়িত্বে থাকা বাসার সকল কিছু, যেমন: তালা, চাবি, সুইচ, পানির টেপ, বেসিং, গ্যাস সুইচ ইত্যাদি সঠিক মতো বাড়ির মালিককে বুঝাইয়া দিতে না পারিলে বাড়াটিয়াকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।
  • ভাড়াটিয়াগনের সাথে প্রশ্নবিদ্ধ লোকজন বাসায় আসা যাওয়া বা অবস্থান বা রাত্রিযাপন করিতে পারিবে না।
  • গ্যারেজে বা বাসায় ভাড়া গ্রহীতা যেকোনো যানবাহন বা প্রয়োজনীয় জিনিস নিজ দায়িত্বে রাখিতে হইবে, হারানো বা চুরি হলে উক্ত হারানো বা চুরির ক্ষতিপূরণ বাড়ির মালিক পক্ষের উপর বর্তাবে না।
উক্ত শর্তাবলী চুক্তি সম্পাদিত হয়নি, এমন ভাড়াটিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য।
- Nargis Manzil